May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

পুলিশের এডিসি রাশেদুল চারদিন ধরে নিখোঁজ

স্মার্ট সংবাদ ডেক্স :

গত চারদিন ধরে খোঁজ মিলছে না বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের।

তিনি কি নিজ থেকে কর্মস্থলে আসছেন না, নাকি পালিয়ে গেছেন কিংবা তার সাথে অন্য কিছু ঘটেছে, সে বিষয়ে কেউ কিছুই বলতে পারছেন না।

এডিসি রাশেদুল ইসলাম জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামি।

বুধবার দিবাগত রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গত রবিবার থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম কর্মস্থলে আসছেন না।

তার সাথে যোগাযোগ না করতে পারায় কি কারণে রাশেদুল কর্মস্থলে আসছেন না সেটিও জানতে পারছেন না পুলিশ কমিশনার।

খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় রাশেদুল ইসলামকে আসামি করা হয়েছে।

তবে গত চারদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল দুপুর দুইটার দিকে নগরীর শীতলাখোলা এলাকার ট্রাফিক অফিস থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান এডিসি রাশেদ। এরপর থেকেই এডিসি রাশেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকার একটি বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা এক যুবককে গুলি করে হত্যা করে পুলিশ। ওই ঘটনায় রামপুরা থানায় দায়ের হওয়া মামলার আসামি এডিসি রাশেদ।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন এডিসি রাশেদ। ঢাকার মামলায় গ্রেপ্তার থেকে বাঁচতে বরিশাল থেকে তিনি পালিয়ে গেছেন বলে গুঞ্জন শুরু হয়েছে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad