
স্মার্ট সংবাদ ডেক্স:
আড়াই বছরের শিশু হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামী আমীর হোসেন বেপারীকে (২৮) গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত আমীর মাদারীপুরের খোয়াজপুর গ্রামের হাসমত আলীর ছেলে।
শুক্রবার দুপুরে র্যাব-৮ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ইমতিয়াজ হোসেন নামের আড়াই বছরের এক শিশু হত্যাকান্ডের শিকার হয়। এঘটনায় ১৬ এপ্রিল কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার ২ নাম্বার আসামী আমীর হোসেন গৌরনদীতে এসে আত্মগোপনে ছিলো। বৃহস্পতিবার জেলার গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাতেই গ্রেপ্তারকৃতকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
More Stories
গৌরনদীতে ‘ভোটারবিহীন’ চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মহাসড়ক অবরোধ করে বিএনপির গণঅবস্থান : দক্ষিণাঞ্চল অচলের হুমকি
গৌরনদীতে অগ্নিকান্ডে বসত ঘর ভস্মিভূত