
রিপোর্ট – আরিফিন রিয়াদ :
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে ‘ভোটারবিহীন’ নির্বাচনে ক্ষমতায় আসা স্বঘোষিত চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সরিকল ইউনিয়নের প্রতিবাদী সচেতন জনতার ব্যনারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি সুরেন সিকদার বাজার থেকে শুরু হয়ে ইউপি কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সভায় পরিণত হয়। প্রতিবাদী জনতা অভিযোগ করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের ছত্রছায়ায় ভোটারবিহীন প্রহসনের মাধ্যমে চেয়ারম্যানের পদ দখল করে ফারুক হোসেন মোল্লা এখন অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনজুর হোসেন মিলন বলেন, ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় একটি অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করে ফারুক মোল্লা চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। তিনি শুধু ক্ষমতা দখলেই থেমে থাকেননি বরং রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, দমন-পীড়নের পথ বেছে নিয়েছেন।
তিনি আরও বলেন, আজ সরিকল ইউনিয়নে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, আইনের শাসন অনুপস্থিত। একজন জনপ্রতিনিধির দায়িত্বশীলতা যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে ফারুক মোল্লা রূপ নিয়েছেন একজন নিপীড়কের। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, তাকে অবিলম্বে অপসারণ ও গ্রেফতার করতে হবে। তা না হলে জনগণই রাস্তায় নেমে নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে নামবে।
সরিকল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আকতার হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, রিপন হাওলাদার, শাহ আলম হাওলাদার, যুবদল নেতা মিরন হোসেন, সাবেক ছাত্রদল নেতা মশিউর রহমান লিটনসহ অন্যান্যরা।
বক্তারা সকলেই বর্তমান ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ডকে ‘জনবিচ্ছিন্ন ও অবৈধ’ আখ্যা দিয়ে অবিলম্বে ফারুক হোসেন মোল্লার অপসারণ ও গ্রেফতারের দাবি জানান ।
More Stories
শিশু হত্যা মামলার আসামী গ্রেপ্তার
মহাসড়ক অবরোধ করে বিএনপির গণঅবস্থান : দক্ষিণাঞ্চল অচলের হুমকি
গৌরনদীতে অগ্নিকান্ডে বসত ঘর ভস্মিভূত