
স্মার্ট সংবাদ ডেক্স :
শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত ফাঁসির দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ধর্ষণ বিরোধী মঞ্চ বরিশাল।
বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে প্রতিবাদ মিছিল শেষে আছিয়ার গায়েবানা জানাজা নামাজ আদায় করেন উপস্থিত নেতাকর্মীরা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহবায়ক সাব্বির হোসেন ও মহানগর শাখার মুখপাত্র ইশরাত মায়া তাদের বক্তব্যে বলেন=ধর্ষক, নারী ও শিশু নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে। তাহলে এ অপকর্ম কেউ করার সাহস দেখাবে না।
তারা আরও বলেন, দীর্ঘবছর ধরে নারী নির্যাতনের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারায় এ ধরণের ঘৃণ্য কাজ বেড়েই চলছে। এ কারণেই মাগুরার শিশু আছিয়ার সাথে অমানবিক ঘটনা ঘটেছে। তাই দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্ত শেষে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলেই দেশে সবার অধিকার ফিরে আসবে।
অপরদিকে একই ঘটনার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশ বক্তারা বলেন, আছিয়ার ধর্ষণ ও হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও করেন তারা।
More Stories
জরিমানার বিধান না থাকায় বাড়ছে বকেয়া
অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন : ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
বরিশালে আওয়ামী লীগের চার নেতা-নেত্রী গ্রেপ্তার