
অনলাইন ডেস্ক :
সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান আজ ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে স্পষ্ট ভাষায় বলেছেন, বিডিআর হত্যাকান্ড তৎকালীন বিডিআর সদস্যরা ঘটিয়েছে। এই বিষয়টি নিয়ে আর কোন কথা হবে না।
পিলখানা হত্যাকান্ডে কোনো রাজনৈতিক নেতারা বা বাইরের কোনো শক্তি জড়িত কিনা তা খুঁজে বের করতে কমিশন করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হয়েছেন, তারা দোষী। এর বাইরে আর কোনো মন্তব্যের সুযোগ নেই।
এ সময় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, “যদি নিজেদের মধ্যে হানাহানি করি, তা হলে আমাদের স্বাধীনতা বিপন্ন হতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, “৭ মাসে অনেক কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ। আমি চাই, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ রেখে যেতে।”
সূত্র: দৈনিক জনকণ্ঠ
https://www.dailyjanakantha.com/national/news/776217
https://fb.watch/xZeMoarYu4/
More Stories
মহাসড়ক অবরোধ করে বিএনপির গণঅবস্থান : দক্ষিণাঞ্চল অচলের হুমকি
শেষ রক্ষা হয়নি হাতকড়া নিয়ে পালানো দুই মাদক সেবীর
বিএনপির ১২ নেতার পদ ছয় মাসের জন্য স্থগিত