May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ

অনলাইন ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে পদত্যাগের কথা জানান তিনি।

আগামী শুক্রবার তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে সেই দলের আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। পদত্যাগ করতে পারেন সেই গুঞ্জন কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল।

গত জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর ৮ আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, তাতে উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। পরে তাকে তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

সূত্র: দৈনিক জনকণ্ঠ

 

https://www.dailyjanakantha.com/national/news/776226

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad