
স্মার্ট সংবাদ ডেক্স :
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পবিত্র কুরআনের পাখি হাফেজ মো. তাকরিম শেখ (২০) নিহত হয়েছেন। বাগেরহাটের ফকিরহাটের নিজ বাড়িতে গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে বিদ্যুতের কাজ করার সময় তিনি দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।
তবে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুল তথ্য।
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশী ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরীমের মৃত্যু হয়েছে বলে প্রচার হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মাদরাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে মো. তাকরিম শেখ ভবনা দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিলেন।
তিনি খুলনার রায়ের মহল হাফিজিয়া মাদরাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ সম্পন্ন করেন।
নিহতের পরিবার জানায়, ঘরের বিদ্যুৎ সংযোগ ঠিক করার সময় আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পরেন। পরিবারের সদস্যরা দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে ভুলবশত এটিকে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরীমের মৃত্যু বলে প্রচার করছেন।
তবে প্রকৃতপক্ষে নিহত তাকরিম শেখ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়া তাকরীম সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি।
ফকিরহাট মডেল থানার ওসি এসএম আলমগীর হোসেন বলেন, এটি একটি দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
More Stories
মহাসড়ক অবরোধ করে বিএনপির গণঅবস্থান : দক্ষিণাঞ্চল অচলের হুমকি
শেষ রক্ষা হয়নি হাতকড়া নিয়ে পালানো দুই মাদক সেবীর
বিএনপির ১২ নেতার পদ ছয় মাসের জন্য স্থগিত