May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

বাধ্যতামুলক অবসর : পরে পদোন্নতি পেয়ে হলেন অতিরিক্ত সচিব

কে এম সোহেব জুয়েল >

যুগ্ন সচিব থেকে বাধ্যতামুলক অবসরের পরে এবার পদোন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব পদে নিয়োগ পেয়ে যোগদান করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. বজলুর রশিদ।

তিনি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কুলচর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে।

জানা গেছে, বজলুর রশিদ দীর্ঘদিন যুগ্ন সচিব পদ থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

চাকরিকালীন তিনি সৎ ও কর্ম নিষ্ঠার সাথে সকলের কাছে ব্যাপক প্রসংশনীয় ছিলেন।

২০২৪ সালে তাকে বাধ্যতামুলকভাবে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার তার (বজলুর রশিদ) সততা, স্বচ্ছতার দিক বিবেচনা করে পুনরায় গত ৯ ফেব্রুয়ারি সরকারের গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি দিয়ে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব পদে নিয়োগ প্রদান করেন।

ফলশ্রুতিতে গত ১০ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে মো. বজলুর রশিদ যোগদান করেছেন।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad