May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

দেয়ালে জয়বাংলা লেখা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার

স্মার্ট সংবাদ ডেক্স :

নগরীর বিভিন্ন ওয়ার্ডের দেয়ালে দেয়ালে জয়বাংলা শ্লোগান লিখে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া যুবক মনির হাওলাদারকে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

কোতয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের জেলে বাড়ির পোল সংলগ্ন সুরেন্দ্র ছাত্রাবাসের সামনের রাস্তার ওপর থেকে মনির হাওলাদারকে গ্রেপ্তার করেন। এসময় তার শরীর তল্লাশী করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মনির হাওলাদার নগরীর ২ নম্বর ওয়ার্ডের জেলে বাড়ি পোল সংলগ্ন এলাকার বাসিন্দা রশিদ হাওলাদারের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার দিবাগত রাতে কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সারাদেশে চলমান ডেভিল হান্ট অপারেশনের মধ্যে ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে মনির হাওলাদার নগরীর বিভিন্ন ওয়ার্ডের দেয়ালে জয়বাংলা শ্লোগান লিখে তা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।

ওসি আরও জানান, মঙ্গলবার রাতে ১৯ নম্বর ওয়ার্ডস্থ জেলে বাড়ির পোল সংলগ্ন সুরেন্দ্র ছাত্রাবাসের সামনে থেকে পুলিশ মনির হাওলাদারকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ৫৩পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad