May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

আগৈলঝাড়া উপজেলার ১৬২ মন্ডপে হবে দুর্গা পূজা

আগৈলঝাড়া প্রতিনিধি :

অন্যান্য বছরের মতো এবছরও বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা মন্ডব আগৈলঝাড়া উপজেলার ১৬২টি মন্ডপে শেষ সময়ে চলছে শারদীয় দুর্গা পূজার আয়োজন।

সরকারি হিসেব মতে, এ বছর উপজেলায় মোট ১৬২টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। বাকি ছয়টি মন্ডপে পরে বাসন্তি পূজা এবং তিনটি মন্ডপে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ মোশারফ হোসেন জানান, প্রতি পূজা মন্ডপের জন্য সরকার পাঁচশ’ কেজি করে চাল সহায়তা বরাদ্দ প্রদান করেছে।

ইতোমধ্যে বরাদ্দকৃত চাল পাওয়া গেছে জানিয়ে তিনি আরও বলেন, বরাদ্দকৃত চাল মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুকূলে ডিও লেটার প্রদান করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিমা নির্মানের কাজ শেষ করেছেন মৃৎশিল্পীরা।

উপজেলার শিহিপাশা গ্রামের পাল পাড়ার বাসিন্দা শিব শংকর পাল, সুদেব পাল, জয়দেব পাল, সঞ্জয় পালসহ অন্যান্য মৃৎ শিল্পীরা জানিয়েছেন, অন্যান্য বছরের মতো এবছরও প্রতিমার আকার ও আয়তন ঠিক রেখেই প্রতিমা নির্মাণের কাজ শেষ করা হয়েছে।

দো-মাটির কাজও শেষ করা হয়েছে। এখন রং তুলির আঁচরে তারা ফুঁটিয়ে তুলবেন প্রতিমার সৌন্দর্য্য। সাথে চলছে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ।

বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম বলেছেন, এবার বিভাগে পূজা মন্ডপের সংখ্যা ১৫শ’ ৯৫টি। এরমধ্যে স্থায়ী পূজা মন্ডপ ১৩শ’ ৪২ ও অস্থায়ী পূজা মন্ডপ ২৫৩, বিরোধপূর্ন পূজা মন্ডপ ছয়টি, অধিক গুরুত্বপূর্ন ৪৯২, গুরুত্বপূর্ন ৬১২টি এবং সাধারণ পূজা মন্ডপ ৪৯১টি।

ডিআইজি বলেন, সনাতন ধর্মাবোলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময় নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

পঞ্জিকা মতে, আগামীকাল বুধবার (২ অক্টোবর) মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে বেঁজে উঠবে দেবীর আগমনী বার্তা। আগামী ৮ অক্টোবর দেবীর বোধন, ৯ অক্টোবর ষষ্ঠী পুজার মধ্যদিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ, ওইদিন মন্ডপে মন্ডপে বেঁজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের বাজনার শব্দ।

১০ অক্টোবর মহাসপ্তমী পূজা, ১১ অক্টোবর দেবীর মহাঅষ্টমী পূজা, ১২ অক্টোবর মহানবমী পূজা শেষে ওইদিন রাতে দশমী বিহিত পূজা সমাপনান্ডে দেবী বিসর্জণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে বিজয়া দশমী।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad