
স্মার্ট সংবাদ ডেক্স: ইদুর নিধন করতে ধান ক্ষেতে বিদ্যুত সংযোগ দিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মোঃ সেকান্দার শরীফ (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেকান্দার ওই গ্রামের মৃত ইসমাইল শরীফের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ইদুর নিধনের জন্য নিজের ধান ক্ষেতে সোমবার রাতে বিদ্যুত সংযোগ দেয় বৃদ্ধ কৃষক সেকান্দার। ভুলবসত বিদ্যুত সংযোগ বন্ধ না করে মঙ্গলবার দুপুরে ধান ক্ষেতে যায় সে। এসময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। সরিকল তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আজাদ হোসেন জানান, এবিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
More Stories
রুহুল আমিন হাওলাদারের জানাজা আজ বাদ যোহর
গৌরনদীতে ব্যাপক আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত
বরিশালে আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার