May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

বরিশালে আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার

স্মার্ট সংবাদ ডেক্স :

জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২৪ মে) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, নগরীর রূপাতলী ও জাগুয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-নগরীর রূপাতলী এলাকার আছমত আলী খান সড়কের বাসিন্দা হাসনাত হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন ও জাগুয়া এলাকার ওমর আলীর ছেলে মিরাজ হোসেন।

ওসি মিজানুর রহমান আরও জানান, আনোয়ার ও মিরাজ গত বছরের ৪ আগস্ট বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad