
* বরিশালে মতবিনিময় সভায় বক্তারা
স্মার্ট সংবাদ ডেক্স :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ও নিপিড়ীত দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর কীর্তনখোলা মিলনায়তনে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আগামী দিনের সংস্কার কাজে অর্ন্তবর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে।
জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে কল্যাণমূখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগরের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল জব্বার।
এসময় মহানগর জামায়াতের অ্যাসিসটেন্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, সাবেক জেলা আমীর অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, কোতয়ালী উত্তর থানা শাখার আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন, পেশাজীবী থানা সেক্রেটারি শামীম কবিরসহ জামায়াতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
More Stories
আগৈলঝাড়া ইউএনও অফিসে মালি’র ছায়া শাসন!
রুহুল আমিন হাওলাদারের জানাজা আজ বাদ যোহর
গৌরনদীতে ব্যাপক আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত