May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

বিএনপির সমাবেশে নেতাকর্মীর ঢল : বক্তব্য রাখবেন তারেক রহমান

স্মার্ট সংবাদ ডেক্স :

‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে অংশ নিতে সেখানে নেতা-কর্মীদের ঢল নেমেছে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজার পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশ সমন্বয় করছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।

সঞ্চালনা করছেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

সমাবেশে অংশ নিতে রাজধানী ঢাকার ওয়ার্ড, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এসেছেন নয়াপল্টনে। এসেছেন নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জের নেতা-কর্মীরাও। বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ভিড়ে লোকারণ্য হয়ে উঠেছে নয়াপল্টন।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad