May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

গৌরনদীতে ৮৬টি মন্ডপে চলছে পূজার আয়োজন

স্মার্ট সংবাদ ডেক্স: দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এ বছরও বরিশালের গৌরনদী-আগৈলঝাড়ায় চলছে দুর্গোৎসবের আয়োজন। ইতিমধ্যে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ।

একাধিক মৃৎ শিল্পীরা জানিয়েছেন, অন্যান্য বছরের মতো এবছরও প্রতিমার আকার আয়তন ঠিক রেখেই প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ করেছেন। এখন শুধু বাকি রং তুলির আঁচড়ে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তোলার কাজ। পূজা উদ্যাপন কমিটির গৌরনদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক লাল আচার্য্য জানান, এ বছর ৮৬টি মন্ডপে দূর্গা পূজা উদ্যাপনের প্রস্তুতি চলছে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান জানান, শারদীয় দুর্গোৎসব সুন্দর ভাবে উদ্যাপনের জন্য উপজেলার প্রতিটা পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। অপরদিকে আগৈলঝাড়া উপজেলার ১৬২টি মন্ডপে দুর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে।

পঞ্জিকা মতে, ২ অক্টোবর বুধবার মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে বেঁজে উঠবে দেবীর আগমণী বার্তা। ৮ অক্টোবর দেবীর বোধন, ৯ অক্টোবর বুধবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে দেবীর দূর্গার নবপত্র কল্পারম্ভ, ওইদিন মন্ডপে মন্ডপে বেঁজে উঠবে ঢাক-ঢোল আর কাঁসরের বাজনার শব্দ। ১০ অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী পূজা, ১১ অক্টোবর শুক্রবার দেবীর মহাঅষ্টমী পূজা, ১২ অক্টোবর শনিবার মহানবমী পূজা এবং ওই দিন রাতে দশমী বিহিত পূজা বিহীত সমাপনান্তে দেবী বিসর্জণের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে বিজয়া দশমী। সমাপ্ত হবে পাঁচ দিনব্যাপি শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠানের।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad