May 26, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

সেনাসদস্যর আন্তরিকতায় : হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেলেন মেয়ে

স্মার্ট সংবাদ ডেক্স :

কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় দীর্ঘদিন পূর্বে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যেতে পারেননি লাইলী বেগম (৬৫)। এরপর অনেক খোঁজাখুজি করেও লাইলী বেগমের সন্ধান মেলাতে পারেনি তার পরিবারের সদস্যরা।

অবশেষে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজনের আন্তরিকতায় দেড় মাস ধরে নিখোঁজ বৃদ্ধ লাইলী বেগমকে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ট্রাস্ট ওল্ড এজ এন্ড কেয়ার হোম থেকে রবিবার (২৫ মে) দুপুরে ফিরিয়ে দেওয়ার হয়েছে তার মেয়ে সালেহা বেগমের কাছে।

লাইলী বেগম মাদারীপুরের শিবচর থানার মাতবর চর এলাকার বাসিন্দা আব্দুস সালামের স্ত্রী।


লাইলী বেগমের মেয়ে সালেহা বেগম বলেন, বিগত ১৭ বছর ধরে তার মা নিখোঁজ ছিলো। গত চার রমজান তার মায়ের সন্ধান পাওয়ার পর বাড়িতে আনা হয়।

সর্বশেষ গত দেড় মাস পূর্বে তার মা বাড়ি থেকে ফের নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর রবিবার (২৫ মে) সকালে ফেসবুকের একটি পোস্ট দেখে তার মায়ের অবস্থান নিশ্চিত হয়েছেন।

টরকী বন্দরের ট্রাস্ট ওল্ড এজ এন্ড কেয়ার হোমের প্রতিষ্ঠাতা সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল কাজী সুজন বলেন, গত এক সপ্তাহ পূর্বে কিছুটা অসুস্থ্য অবস্থায় গৌরনদীর বার্থী বাজার থেকে লাইলী বেগম নামের এই মাকে আমরা উদ্ধারের পর হোমের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করি।

পরবর্তীতে তার দেওয়া তথ্যানুযায়ী পরিবারকে খুঁজে পেতে ফেসবুকে পোস্ট করি। সেই পোস্টের সূত্রধরে লাইলী বেগমের মেয়ে সালেহা বেগম ও তার অন্যান্য স্বজনরা আমাদের সাথে যোগাযোগ করে হোমে আসেন।

পর্যান্ত তথ্য প্রমানের ভিত্তিতে আজ রবিবার দুপুরে লাইলী বেগমকে তার মেয়ে সালেহা বেগমের কাছে তুলে দেওয়া হয়। এসময় মা ও মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পরেন।

চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে ট্রাস্ট ওল্ড এজ এন্ড কেয়ার হোমে আশ্রয় দিয়ে আবার পরিবারকে খুঁজে পেতে সহযোগিতা করার জন্য বৃদ্ধা লাইলী বেগমের মেয়ে সালেহা বেগম সেনাবাহিনীর ল্যান্স করর্পোরাল কাজী সুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad