May 26, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

তাবলিগ জামাতে গিয়ে বরিশালের স্কুল ছাত্রের মৃত্যু

স্মার্ট সংবাদ ডেক্স :

এসএসসি পরীক্ষা শেষে ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়েছিলো মেধাবী ছাত্র কাজী নাহিয়ান (১৬)। তাবলিগের সাথীদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন সাতার না জানা কাজী নাহিয়ান। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (২৫ মে) সন্ধ্যায় মরহুমের জানাজা শেষে ওইদিন রাতেই বরিশাল বিমানবন্দর থানাধীন পাংশা গ্রামের পারিবারিক কবরস্তানে কাজী নাহিয়ানের মরদেহ দাফন করা হয়েছে।

মৃত কাজী নাহিয়ান তার নানা গৌরনদীর টরকী বন্দরের ব্যবসায়ী কাজী মোস্তফা বাবুলের বন্দর সংলগ্ন বাসায় থেকে পড়াশুনা করতো।

বরিশাল বিমানবন্দর থানা এলাকার পাংশা গ্রামের বাসিন্দা ওষুধ ব্যবসায়ী কাজী আব্দুল্লাহ আল-মাসুদের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে কাজী নাহিয়ান ছিলো সবার বড়।

তার (নাহিয়ান) মামা সাংবাদিক কাজী রনি জানান, টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় কাজী নাহিয়ান বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছে। পরীক্ষা শেষে গত শনিবার (২৪ মে) নাহিয়ান ৪১ দিনের তাবলিগ জামাতে বের হয়।

কাজী রনি আরও জানান, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকার একটি মসজিদে তাবলিগ জামাতের সাথীদের সাথে ছিলো কাজী নাহিয়ান। রবিবার (২৫ মে) যোহর নামাজের পূর্বে কয়েকজন সাথীদের সাথে পাশ্ববর্তী নদীতে গোসল করতে যায় নাহিয়ান। এসময় সাতার না জানা নাহিয়ান পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।

 

ওইদিন সন্ধ্যার পর মৃত কাজী নাহিয়ানের মরদেহ তার শিক্ষা প্রতিষ্ঠান টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসলে স্বজন, সহপাঠী ও স্থানীয়দের আর্তনাতে ওই এলাকার আকাশ বাতাস ভাড়ি হয়ে ওঠে।

 

 

পরে সেখানে জানাজা শেষে কাজী নাহিয়ানের মরদেহ তার গ্রামের বাড়ি বরিশালের বিমানবন্দর থানা এলাকার পাংশা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে রাতেই পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হয়েছে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad