
স্মার্ট সংবাদ ডেক্স :
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) ৫০ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী সজীব বাড়ৈর আত্মহত্যার জন্য দায়ী ব্যক্তিদের যথাযথ শাস্তি ও শিক্ষা বান্ধব একাডেমিক পরিবেশ সৃষ্টির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৫ মে) বেলা ১১ টার দিকে মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনের সামনে ৫০ তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, পড়াশুনার চাপে আজ আমাদের মাঝে প্রিয় সহপাঠী সজীব বাড়ৈ আর নেই। আমরা চাই চাপ নয়; শিক্ষার্থী ও শিক্ষা বান্ধব একাডেমিক পরিবেশ।
পরে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন এবং তার কাছে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ডা. কাজী মো. আসাদুজ্জামান রুমির অপসারণের দাবিতে লিখিত আবেদন করেন।
লিখিত আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ৫০ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী সজীব বাড়ৈ গত ১৯ মে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ২৪ মে মৃত্যুবরণ করেছেন। সে গত দুই বছর ধরে প্রধান বিষন্নতায় ভুগছিল। তার এমন মানসিক অবস্থার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ডা. কাজী মো. আসাদুজ্জামান রুমি।
একজন পিছিয়ে পড়া শিক্ষার্থীকে মানসিকভাবে চাপে রেখে কীভাবে তাকে তিলে তিলে শেষ করে দেয়া যায় তার বড় প্রমাণ দেখা গেলো সজীব বাড়ৈর ঘটনার মধ্যদিয়ে।
৫০ তম ব্যাচের শিক্ষার্থীদের স্বাক্ষরিত ওই পত্রে শিক্ষক ডা. কাজী মো. আসাদুজ্জামান রুমির অপসারণের পাশাপাশি শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি করা হয়েছে।
শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন পাওয়ার সত্যতা স্বীকার করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার।
অপরদিকে কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আবেদন পাওয়ার পরপরই কলেজ অধ্যক্ষের নির্দেশে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি লিখিত স্মারক প্রেরণ করা হয়েছে।
কলেজ অধ্যক্ষর স্বাক্ষরিত ওই স্মারকে শিক্ষার্থীদের দাবির কথা উল্লেখ করে ডা. কাজী মো. আসাদুজ্জামান রুমিকে বদলির সুপারিশ করা হয়েছে।
More Stories
ব্র্যাকের দক্ষতা উন্নয়ন বিষয়ক ওরিয়েন্টেশন
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদী পথ নাটক
উজিরপুরে বিএনপির দুই নেতা বহিস্কার