
স্মার্ট সংবাদ ডেক্স :
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৩ হাজার ২৬৫ টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করা হয়েছে।
আজ বুধবার সকালে ঈদের খাদ্য সহায়তা প্রদানের জন্য ত্রাণ ও পুণর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দৃকত ১৩২ দশমিক ৩৫০ মেট্রিক টন বিতরণের উদ্বোধণ করেছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।
রজিহার ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ কেজি করে প্রতি পরিবারের মধ্যে চাল বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, তদারকি কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, ইউপি সচিব গৌতম পাল সহ অন্যান্যরা।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানিয়েছেন, উপজেলার রাজিহার ইউনিয়নে ২ হাজার ৬৯৪, বাকাল ইউনিয়নে ২ হাজার ২৯৮, বাগধা ইউনিয়নে ২ হাজার ২৯৮, গৈলা ইউনিয়নে ২ হাজার ৮৭১ এবং রত্নপুর ইউনিয়নের ২ হাজার ৬৯৪ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
More Stories
গৌরনদীতে ‘ভোটারবিহীন’ চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
শিশু হত্যা মামলার আসামী গ্রেপ্তার
মহাসড়ক অবরোধ করে বিএনপির গণঅবস্থান : দক্ষিণাঞ্চল অচলের হুমকি