
স্মার্ট সংবাদ ডেক্স :
মেঘনা নদীর জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বাখরজায় উপজেলা মৎস্য দপ্তর হিজলা ও মেহেন্দীগঞ্জ এবং কোস্টগার্ড হিজলার যৌথ অভিযানে দুইটি অবৈধ পাই জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
আজ বুধবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, কোস্টগার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদের উপস্থিতিতে অভিযানে দুপুর দুইটার দিকে দুইটি অবৈধ পাই জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম আরও জানিয়েছেন, এরপূর্বে মেঘনা নদীর হিজলা উপজেলায় মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের যৌথ অভিযানে একটি ট্রলারসহ নদীতে পাতা অবস্থায় একটি পাঙ্গাশের পোনা ধরার চাঁই জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
একইসাথে চারজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার।
More Stories
গৌরনদীতে ‘ভোটারবিহীন’ চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
শিশু হত্যা মামলার আসামী গ্রেপ্তার
মহাসড়ক অবরোধ করে বিএনপির গণঅবস্থান : দক্ষিণাঞ্চল অচলের হুমকি