May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

খাল পরিস্কারে এগিয়ে আসলেন তরুণ সমাজ

স্মার্ট সংবাদ ডেক্স :

নগরীর জলাবদ্ধতা ও ভয়াবহ মশার উপদ্রব্য দিন দিন বেড়েই চলেছে। এ সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি নাগরিক দায়িত্ববোধ থেকে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের মাধ্যমে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের বরিশাল টিম।

বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় পরিচালিত খাল পরিস্কার কর্মসূচিতে অংশগ্রহণ করে বিডি ক্লিনের অসংখ্য তরুণ-তরুণীরা ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এসব তরুণ-তরুণীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

বিডি ক্লিন বরিশাল টিমের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান বলেন, এই শহর আমাদের। জলাবদ্ধতা বা মশার সমস্যা নিয়ে শুধু অভিযোগ করলেই হবেনা, নিজে উদ্যোগ গ্রহণ করতে হবে। তাই পড়াশোনার ফাঁকে সময় বের করে আমরা পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেছি। আমাদের স্বপ্ন পরিচ্ছন্ন বরিশাল, পরিচ্ছন্ন বাংলাদেশ।

তিনি আরও বলেন, ২০১৬ সালের ৩ জুন থেকে বিডি ক্লিন সারাদেশে পরিচ্ছন্নতার জন্য কাজ করে যাচ্ছে। বরিশাল টিম তারই অংশ হিসেবে নিয়মিত খাল, ড্রেন, সড়ক ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল পরিস্কারে অংশ নিয়ে থাকে।

সূত্রমতে, শনিবার (৩ মে ) সকাল থেকে নগরীর লাকুটিয়া খালের আরআরএফ পুলিশ লাইনের বিপরীত অংশে শুরু হওয়া খাল পরিস্কার অভিযানে সরাসরি উপস্থিত থেকে তরুণ-তরুণীদের উৎসাহ প্রদান করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।

তিনি তরুণদের এই উদ্যোগের ভূয়শী প্রশংসা করে বলেন, এ ধরনের নাগরিক উদ্যোগই নগর ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনে। প্রশাসনের পাশাপাশি তরুণদের এমন সাড়া সত্যিই অনুপ্রেরণাদায়ক।

পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়া শিক্ষার্থী মারিয়া আক্তার মিম জানান,শুধু নিজের বাড়ি নয়; পুরো শহরই আমার। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য একটি বরিশাল রেখে যেতে। তিনি আরও বলেন, কচুরিপানাসহ ময়লা আবর্জনায় জর্জরিত লাকুটিয়ার পুরো খালটি পর্যায়ক্রমে পরিস্কার করা হবে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad