May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে

স্মার্ট সংবাদ ডেক্স :

আগামী জাতীয় নির্বাচনের আগেই শ্রমিকদের দামি সমূহ মেনে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানিয়েছেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (১ মে) সকালে র‍্যালি পূর্ব অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, ইতিপূর্বেও শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন হয়েছে এবং এখনো চলছে কিন্তু শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি।

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হবে শুধুমাত্র আল্লাহর দেওয়া আইন প্রতিষ্ঠার মাধ্যমে। আল্লাহর দেওয়া ফর্মুলার বাহিরে গিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়।

শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে অনেকেই নেতা হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে তারাও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে কোনো ভূমিকা রাখেনি।

সুতরাং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৪শ’ বছর পূর্বে দেওয়া রাসুলের শ্রমনীতি প্রতিষ্ঠায় উদ্যোগী হতে হবে। তা না হলে আন্দোলন হবে, সংগ্রাম হবে, বাস্তবে শ্রমিকরা কিছুই পাবেনা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল মহানগর শাখার সভাপতি শ্রমিক নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফেডারেশন বরিশাল মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা মতিউর রহমান, অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, শ্রমিক নেতা সানাউল্লাহ সাজিদ, মাহমুদ হোসেন কামাল, শফিকুল আলম সালাম, জাকির হোসাইন, আনিসুল ইসলাম তাজুল, নুরুল ইসলাম নওশাদ, সেলিম হাওলাদার প্রমুখ।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad