
বিএম বেলাল >
কিশোর গ্যাংয়ের এলোপাথারি ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিন ভাইসহ চারজন। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের।
গুরুত্বর আহতরা হলেন, ওই গ্রামের মৃত মাজেদ হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার (৩৮), তার আপন সহদর শওকত হাওলাদার (৩২), হিরন হাওলাদার (২২) ও তাদের চাচাতো ভাই আব্দুল আলী হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার (৩৪)।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত মিঠু হাওলাদার জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারের জন্য রত্নপুর বাজারে স্থানীয় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী রাকিব, সাকিব, সজিব, সিরাজসহ তাদের ২০/২৫ জন সহযোগিরা গত ২৯ এপ্রিল দুপুরে হামলা চালিয়ে বাজারের ব্যবসায়ী লাল মিয়া হাওলাদারের দোকান ভাঙচুর ও লুটপাট করে।
খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছলে কোনকিছু বুঝে ওঠার আগেই কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা তাদের চারজনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো রামদা ও চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে তাদের কুপিয়ে মারাত্মক জখম করে।
খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী সাকিব ও সজীবকে ধারালো অস্ত্রসহ আটক করেন।
আহত মিঠু হাওলাদার আরও জানান, স্থানীয়রা তাদের রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃত দুইজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
More Stories
আগৈলঝাড়া ইউএনও অফিসে মালি’র ছায়া শাসন!
রুহুল আমিন হাওলাদারের জানাজা আজ বাদ যোহর
গৌরনদীতে ব্যাপক আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত