May 26, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

কুরআন বিরোধী কমিশন বাতিলের দাবিতে : হেফাজতের বিক্ষোভ

স্মার্ট সংবাদ ডেক্স :

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনকে কুরআন বিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ শুক্রবার (২৫ এপ্রিল ) বাদ জুমা নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জেলা ও মহানগর হেফাজত ইসলামের আয়োজনে বিক্ষোভ মিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দরা ছয়টি প্রধান দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন বাতিল, কমিশন সম্পূর্ণরূপে বিলুপ্ত করা, সংবিধানে আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল, নারী সংশ্লিষ্ট গঠণমূলক মতামতকে উপেক্ষা করে প্রণীত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিনে চলমান মুসলিম গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা, ভারতে মুসলিম নির্যাতন বন্ধে আন্তর্জাতিক চাঁপ সৃষ্টি করা।

সমাবেশে হেফাজতে ইসলাম মহানগর শাখার সভাপতি মুফতি সানাউল্লাহ মাহমুদীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম, সেক্রেটারি তৌফিকুল ইসলাম, মহানগর সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হেফাজতে ইসলাম সর্বদা সোচ্চার থাকবে। সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস তুলে দেওয়া দেশের ঈমানদার মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad