May 26, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

স্মার্ট সংবাদ ডেক্স :

জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে চাঁদনী বেগম (৩২) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

দুই সন্তানের জননী চাঁদনী বেগম সলিয়াবাকপুর গ্রামের কুয়েত প্রবাসী আমিনুল ইসলাম গোলন্দাজের স্ত্রী। তার মেয়ে মাইশা আক্তার (১৪) নবম শ্রেণী ও ছেলে আব্দুল্লাহ (৮) দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার সময় তারা তাদের নানা বাড়িতে ছিলো।

বানারীপাড়া থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলায় চাঁদনীর শয়ন কক্ষের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে পরিবারের লোকজন দরজা খুলতে ব্যর্থ হয়। পরবর্তীতে পাশের বিল্ডিংয়ের ওপর দিয়ে বৈদ্যুতিক পাখার (ফ্যান) সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় চাঁদনীকে ঝুলন্ত অবস্থায় তার রুমে দেখতে পেয়ে রুমের দরজা ভেঙ্গে ফেলেন।

খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad