May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

পণ্য বয়কটের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

স্মার্ট সংবাদ ডেক্স :

ফিলিস্তিনের ওপর ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ইসরাইল ও আমেরিকার পণ্য বয়কটের দাবিতে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আয়োজনে মহাসড়কের কলেজ গেটে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব মো. আল-আমিন, কলেজ ছাত্রদলের আহবায়ক ইত্তেসাম পারভেজসহ অন্যান্যরা।

এসময় ছাত্রদলের নেতৃবৃন্দরা ইসরাইল ও আমেরিকার পণ্য বয়কটের জন্য সর্বস্তরের বাসিন্দাদের প্রতি আহবান করেন।

একই দাবিতে ওইদিন দুপুরে মহাসড়কের মাহিলাড়া বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাহিলাড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে কর্মসূচীতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad