May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

গৌরনদীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2621440;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 51;

*স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিংয়ের দাবি

স্মার্ট সংবাদ ডেক্স :

স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবিতে মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার তাঁরাকুপি মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায় স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপনের দাবি করেন বিক্ষুব্ধরা।

প্রায় ঘন্টাব্যাপী মহাসড়কের ওই এলাকায় অবরোধ করে রাখায় দুইপাশের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়ে প্রচন্ড তাপদাহের মধ্যে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

পরবর্তীতে বেলা এগারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেনের আশ্বাসে বিক্ষুদ্ধরা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে মহাসড়কের উল্লেখিত অংশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের চলাচলে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে।

প্রতিদিন স্কুল-কলেজে আসা যাওয়া করা শিক্ষার্থী এবং স্থানীয়রা মহাসড়ক পারাপার হতে গিয়ে চরম ঝুঁকির মধ্যে পরছেন।

এ অবস্থায় ওই এলাকায় স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং স্থাপন করা হলে দুর্ঘটনা কমানোর পাশাপাশি তাদের চলাচল অনেকটা নিরাপদ হবে।

মহাসড়ক অবরোধের পূর্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সমাজ সেবক রাসেল সন্যামত, তপন দত্ত, শান্ত দত্ত, শিমুল সমদ্দার প্রমুখ।

বক্তারা গত সোমবার (৭ এপ্রিল) সকালে ওই এলাকায় যাত্রীবাহি গ্রীন লাইন পরিবহনের চাঁপায় ঘটনাস্থলেই নিহত পঞ্চম শ্রেণীর ছাত্র জয় দত্তের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

 

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad