
স্মার্ট সংবাদ ডেক্স :
সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন সময় মাছ ধরার খবর পেয়ে অভিযানে গিয়ে জেলেদের হামলার কবলে পরেছে একটি অভিযানিক টিম। এসময় জেলেদের ছুঁড়ে মারা ইটের আঘাতে অভিযানিক দলের স্পীডবোডে থাকা দুইজন শ্রমিক রক্তাক্ত জখম হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
হামলার ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জেলার মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানার বিদ্যান্দপুর ইউনিয়নের কালাবদর নদীর পাড়ে।
মামলার বাদী ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ জানিয়েছেন, মৎস্য সংরক্ষণে কোষ্টগার্ড ও উপজেলা মৎস্য দপ্তরের টিম নিয়ে দুইটি স্পিডবোডে টহলরত অবস্থায় কালাবদর নদীতে জেলেদের ফালানো মশারি ও পাইজাল উদ্ধার করা হচ্ছিলো।
এ সময় নদীর পাড় থেকে জেলেরা তাদের টহল টিমকে লক্ষ করে ব্যাপক ইট নিক্ষেপ করতে থাকে।
ইটের আঘাতে স্পিডবোডে থাকা লেবার নবীন দেওয়ানের একটি দাঁত পরে গেছে। অপর লেবার রুবেল সরদার রক্তাক্ত জখম হয়।
এ ঘটনায় ওইদিন দুপুরে কাজীরহাট থানায় নয়জনের নামোল্লেকসহ অজ্ঞাতনামা আরো ৮০/৮৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে কাজীরহাট থানার এসআই মো. মোরশেদ জানিয়েছেন, মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছেন।
More Stories
গৌরনদীতে ‘ভোটারবিহীন’ চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
শিশু হত্যা মামলার আসামী গ্রেপ্তার
মহাসড়ক অবরোধ করে বিএনপির গণঅবস্থান : দক্ষিণাঞ্চল অচলের হুমকি