
স্মার্ট সংবাদ ডেক্স :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, জাতীয় সংসদের সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের আজ মঙ্গলবার (১৮ মার্চ) পঞ্চম মৃত্যুবার্ষিকী।
২০২০ সালের ১৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯ টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
সৈয়দ শহীদুল হক জামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় স্বরূপকাঠির ছারছিনা দরবার শরীফ, বানারীপাড়া উপজেলার লবনসাড়া গ্রামের জামে মসজিদ ও আউয়ার বাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে পবিত্র কোরআনখানি, দোয়া-মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ও পিরোজপুর জেলার সংযুক্ত বানারীপাড়া-স্বরূপকাঠি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ছিলেন।
More Stories
আগৈলঝাড়া ইউএনও অফিসে মালি’র ছায়া শাসন!
রুহুল আমিন হাওলাদারের জানাজা আজ বাদ যোহর
গৌরনদীতে ব্যাপক আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত