স্মার্ট সংবাদ ডেক্স :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, জাতীয় সংসদের সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের আজ মঙ্গলবার (১৮ মার্চ) পঞ্চম মৃত্যুবার্ষিকী।
২০২০ সালের ১৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯ টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
সৈয়দ শহীদুল হক জামালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় স্বরূপকাঠির ছারছিনা দরবার শরীফ, বানারীপাড়া উপজেলার লবনসাড়া গ্রামের জামে মসজিদ ও আউয়ার বাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে পবিত্র কোরআনখানি, দোয়া-মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ও পিরোজপুর জেলার সংযুক্ত বানারীপাড়া-স্বরূপকাঠি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ছিলেন।
প্রকাশক : খোকন আহম্মেদ হীরা ।। সম্পাদক : আরিফিন রিয়াদ ।। প্রধান বার্তা সম্পাদক: হাসান মাহমুদ।। ই-মেইল : hasanmahi89@gmail.com ।। arifinriad001@gmail.com ।। 01849627718
প্রধান কার্যালয় : কে এ- ৪৪/২, কালাচাঁদপুর, গুলশান ২, ঢাকা ১২১২।