May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

মসজিদে ঢুকে তিনভাইকে খুন : প্রধান আসামি গ্রেপ্তার

স্মার্ট সংবাদ ডেক্স :

মসজিদে ঢুকে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হোসেন সরদারকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৮ ও র‍্যাব-৪-এর যৌথ অভিযানে মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

একই মামলায় শরীয়তপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে সুমন সরদার (৩৩) নামের আরও এক আসামিকে।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টায় র‍্যাব-৮-এর সদর দফতরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ সকালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে কীর্তিনাশা নদীর বালু ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই নৃশংস হত্যাকান্ড ঘটে। স্থানীয় সাইফুল সরদারের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা তিনজনকে হত্যা করে। প্রাণ বাঁচাতে তারা মসজিদে আশ্রয় নিলে সেখানেই তাদের কুপিয়ে হত্যা করা হয়।

নিহতরা হলেন, সাইফুল সরদার (৩৩), আতাউর সরদার (৩৫) ও পলাশ সরদার (১৮)। এ ঘটনায় গুরুত্বর আহত আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার সময় এজাহারভুক্ত ৪৯ জনসহ ৮০/৯০ জন অংশগ্রহন করে। হামলাকারীরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।

সূত্রে আরও জানা গেছে, হত্যাকান্ডের পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। র‍্যাব-৮ আধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৪-এর সহযোগিতায় ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়। একই মামলার আরেক আসামি সুমন সরদারকে শরীয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা (যার নম্বর-১৪) রয়েছে। সুমন সরদারকে ইতোমধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রধান আসামি মো. হোসেন সরদারকেও থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad