May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় বাবা ও ছেলে গ্রেপ্তার

অনলাইন ডেক্স :

বিশ্বব্যাপী আলোচিত মাগুরায় নিজনান্দুয়ালী গ্রামে দুলাভাইয়ের বাড়ি বেড়াতে এসে আট বছরের শিশু কন্যা আছিয়া ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নির্যাতিতার বোনজামাতা সজীব শেখ ও তার বাবা হিটু শেখকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ।

শুক্রবার ভোরে অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে গ্রেপ্তারকৃত অভিযুক্তদের দ্রুত ফাঁসির দাবিতে দেশব্যাপী দাবি উঠেছে।

এরপূর্বে গত বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে এসে বাবা ও ছেলের ধর্ষণের শিকার হওয়া শিশুটি তৃতীয় শ্রেনির ছাত্রী। হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির এখনও জ্ঞান ফেরেনি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাগুরার শ্রীপুর থেকে শহরের নিজনান্দুয়ালী গ্রামের বোনের বাড়িতে বেড়াতে আসে শিশু আছিয়া।

বৃহস্পতিবার রাতে ঘরের মধ্যে জ্ঞানশুন্য অবস্থায় শিশুটিকে দেখে তার বোন শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে অবস্থার উন্নতি না হলে শিশুটিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

সেখানেও কোনো পরিবর্তন না হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির অবস্থা এখনও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, শিশু ধর্ষণের ঘটনায় নির্যাতিতা শিশুর বোনের স্বামী সজিব শেখ ও তার বাবা হিটু শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad