
স্মার্ট সংবাদ ডেক্স :
চাঁদপুরে জাহাজে সাত শ্রমিককে হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচারসহ বিভিন্ন দাবিতে বরিশালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা।
শুক্রবার সকালে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের বরিশালের নেতা ইয়াকিন আলী মাস্টার বলেন, চাঁদপুরে মেঘনা নদীতে হরিনাঘাটের কাছে মাঝেরচর এলাকায় এমভি আল-বাখেরা জাহাজে সন্ত্রাসী কায়দায় নির্মম হত্যাকান্ডে মাস্টারসহ সাতজন শ্রমিককে হত্যার ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে সরকারিভাবে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা, সকল নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরও জানান, এসব দাবি আদায়ের লক্ষ্যে ফেডারেশনের ডাকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হয়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত মালবাহী, তেল ও গ্যাসবাহী, বালুবাহীসহ সকল প্রকার পণ্যবাহী নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
More Stories
জরিমানার বিধান না থাকায় বাড়ছে বকেয়া
অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন : ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
বরিশালে আওয়ামী লীগের চার নেতা-নেত্রী গ্রেপ্তার