
স্মার্ট সংবাদ ডেক্স :
জমিজমা নিয়ে বিরোধের জেরধরে আদালতে চলমান মামলার রায় পাওয়ার আগেই ক্ষমতার প্রভাবে ইউপি সদস্যর জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের।
বৃহস্পতিবার দিবাগত রাতে ওই গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার অভিযোগ করে বলেন, শৌলকর মৌজার ৭৬ শতক জমি দীর্ঘ ৫০ বছর ধরে তারা ভোগদখর করে আসছেন। জমিতে বর্তমানে পানবরজ রয়েছে।
২০১৪ সালে একই গ্রামের জব্বার তালুকদার, আয়নাল তালুকদার ও গোলাম হোসেন গংরা জমি তাদের দাবি করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল দেওয়ানী আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে রায়ের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রতিপক্ষের লোকজনে তাদের ৫০/৬০ জন ভাড়াটিয়া লোকজন নিয়ে পানবরজ ভাঙচুর করে আংশিক জমি দখল করে নিয়েছে।
এসময় তাদের বাঁধা দেওয়ার চেস্টা করা হলে আমাকে (ইউপি সদস্য) লাঞ্ছিত করা হয়। মান্নান হাওলাদার অভিযোগ করে বলেন, প্রতিপক্ষরা নিজেরাই আদালতে মামলা করেছে। এখন রায় পাওয়ার আগেই ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল করেছে। আমরা এ ঘটনার বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করে আয়নাল তালুকদার বলেন, আমাদের জমি ভুয়া ডিগ্রি দিয়ে দখল করে রেখেছিলো ইউপি সদস্য মান্নানের বাবা মতিউর রহমান। এতোদিন আমাদেরকে জমির কাছেও যেতে দেওয়া হয়নি। বর্তমানে আমরা আমাদের জমি বুঝে নিয়েছি।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
More Stories
রুহুল আমিন হাওলাদারের জানাজা আজ বাদ যোহর
গৌরনদীতে ব্যাপক আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত
বরিশালে আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার