May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধণ

স্মার্ট সংবাদ ডেক্স :

‘তথ্যের অধিকার-সুশাসনের হাতিয়ার; তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ শ্লোগানকে সামনে রেখে বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টায় সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধণ করা হয়।

সনাকের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা, ক্লাস্টার কো-অর্ডিনেটর সিভিল এনগেজমেন্ট টিআইবি মো. ফিরোজ উদ্দিন প্রমুখ।

দুই দিনব্যাপী মেলায় প্রাতিষ্ঠানিক তথ্য ভান্ডার ও ডকুমেন্টারি উপস্থাপন, দুর্নীতি বিরোধী কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি এবারের মেলায় ২১টি স্টল রয়েছে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad