May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

উজিরপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান : বিপুল পরিমাণ জাল ও মাছ জব্দ

শাওন চক্রবর্তী, উজিরপুর :

বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ও মাছ জব্দ করা হয়েছে।

গত ১৮ অক্টোবর বিকেলে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খানের নেতৃত্বে মা-ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ও উজিরপুর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

অভিযানে আট হাজার মিটার অবৈধ জাল ও ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

জব্দকৃত ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান জানিয়েছেন, মা-ইলিশ নিধন রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad