May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলী আটক

বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীকে (৪৫) ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগজিনসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (২ এপ্রিল) ভোরে ঝিকরগাছা উপজেলার গদখালি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার জানান, গত ২৮ মার্চ অবৈধভাবে বেনাপোল বন্দর দখল করার সময় রাশেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী অর্ধশতাধিক বোমা হামলা চালায় বন্দর এলাকায়। বোমা হামলায় আহত হন ২০ জন শ্রমিক।

এ ঘটনায় বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় ৩ টি মামলা দায়ের করেন বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম। মামলার পরপরই গা ঢাকা দেয় রাশেদ আলী। শুক্রবার (১ এপ্রিল) রাতে জেলা গোয়েন্দা পুলিশ গদখালি গ্রামে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও ম্যাগজিনসহ আটক করা হয় রাশেদ আলীকে।

জানা গেছে, কাউন্সিলর রাশেদ আলীর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা ও ছিনতাইসহ বেনাপোল পোর্ট থানায় ১৩ টি মামলা রয়েছে। রাশেদ আলী বেনাপোল পোর্ট থানার মৃত আক্তার হোসেনের ছেলে। রাশেদকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি ডিবির কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডিবি। রাশেদের সঙ্গীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad