May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন হাইকোর্ট

আসন্ন রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে জানিয়ে হাইকোর্ট বলেছেন এ বিষয়ে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবেন না।

এক রিট আবেদনের শুনানি শেষে বুধবার (৩০ মার্চ) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ কথা জানান। এদিন আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

২০ রমজান পর্যন্ত প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত রোববার (২৭ মার্চ) সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন তিনি।

প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অন্যবছর রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এবার ক্লাস চলবে। তবে ঈদের যে স্বাভাবিক ছুটি সেগুলো বহাল থাকবে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনিষ চাকমা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল সাড়ে ৯টা থেকে প্রাথমিকের ক্লাস শুরু হয়ে চলবে বেলা ৩টা পর্যন্ত। এর মধ্যে নামাজের বিরতি থাকবে ৩০ মিনিট।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad