May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

ছুরিকাঘাতে নিহত নুরের বাড়িতে শোকের মাতম

স্মার্ট সংবাদ ডেক্স:
রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ফটোগ্রাফার নুর ইসলামের বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। শনিবার রাতে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

ওইদিন সন্ধ্যায় নিহত নুরের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁঁছলে স্বজনসহ এলাকাবাসীর মধ্যে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। কান্নায় ভেঙ্গে পরে নুরকে দেখতে আসা স্বজনরা। তাদের আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ বাতাস। ছেলের শোকে বার বার মুর্ছা যাচ্ছেন মা ফজিলাতুন্নেছা বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এদিকে নুরকে হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহের তীর ফটোগ্রাফির কাজে যাওয়ার সময় নুরের সাথে থাকা তার বন্ধু ঈমনের দিকেই ছুড়েছেন নুরের বাবা আবুল ফকির।

এটি মূলত ছিনতাই না পরিকল্পিত খুন নাকি ব্যক্তিগত শত্রæতার কারনে এমন ঘটনা ঘটছে তা খতিয়ে দেখে আইন শৃংখলা বাহিনীর কাছে ছেলে হত্যার ঘটনায় সুষ্ঠ তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছেন নুরের বাবা আবুল ফকির।

জানা গেছে, শুক্রবার (১৬ মে) রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের পুলপারের দুর্গা মন্দিরের গলিতে দুর্বৃত্তের ছুরকাঘাতে নিহত হয় ২৬ বছরের যুবক নুর ইসলাম। নুর বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফি করতেন এবং রাজধানীর শংকর বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন। নুর ছিল পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে।

ঘটনার দিন শুক্রবার (১৭ মে) রাত ৮টার দিকে একটি অনুষ্ঠানে ছবি তোলার জন্য ফটোগ্রফার হিসেবে নুরকে ভাড়া করে জনৈক ব্যাক্তি। ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য সঙ্গে বন্ধু ঈমনকে নিয়ে রাত ৮টার দিকে সে মোহাম্মদপুরের দুর্গা মন্দিরের গলি দিয়ে যাচ্ছিলেন তারা। এ সময় দর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা এবং দুই হাতে কুপিয়ে জখম করে এবং তার সাথে থাকা দুটি ক্যামেরা নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক নুরকে মৃত ঘোষণা করেন।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad