
স্মার্ট সংবাদ ডেক্স :
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সভাপতির ছেলে দীর্ঘদিন থেকে গাঁজা চাষ করে আসছিলো। অবশেষে গোপন সংবাদের ভিত্তিত্বে থানা পুলিশ গাঁজা গাছসহ ওই আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও এলাকার। গাঁজা গাছসহ আটককৃত আলতাফ লটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছয়গাঁও গ্রামের আফসার লটিয়ার ছেলে।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে হিজলা থানার ওসি শেখ মো. আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ইমতিয়াজের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আলতাফ লটিয়ার নিজস্ব বাগান থেকে গাঁজা গাছসহ তাকে আটক করেছে।
ওসি আরও জানান, আলতাফ দীর্ঘদিন থেকে গাঁজা চাষ করে আসছিলো। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় এতোদিন বিষয়টি কেউ প্রকাশ করেনি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের পর আগামীকাল শনিবার (১৭ মে) আটককৃতকে আদালতে সোর্পদ করা হবে।
More Stories
জরিমানার বিধান না থাকায় বাড়ছে বকেয়া
অ্যাকাডেমিক কার্যক্রম শাটডাউন : ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
বরিশালে আওয়ামী লীগের চার নেতা-নেত্রী গ্রেপ্তার