May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

শ্রমিক লীগ সভাপতিসহ পাঁচজন গ্রেপ্তার

স্মার্ট সংবাদ ডেক্স :

জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতিসহ দুইজন এবং জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মিলন, সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মামুন আকন, একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রানা হাওলাদার ও বাকেরগঞ্জ উপজেলার আরিফুর রহমান।

আজ শুক্রবার দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad