May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

গৌরনদীতে বিএনপির বিক্ষোভ মিছিল

স্মার্ট সংবাদ ডেক্স :

একতরফাভাবে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে জেলার গৌরনদী উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার বেলা এগারোটার দিকে ‘প্রতিবাদী সচেতন জনতার কণ্ঠস্বর’র ব্যানারে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য এসএম মনিরুজ্জামান মনির।

উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. কাজী সরোয়ার, উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হোসেন রিয়াজ, উপজেলা বিএনপি নেতা নয়ন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত গৌরনদী উপজেলার ইউপি নির্বাচন ছিলো সম্পূর্ণ ভোটারবিহীন। তাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না করেই একতরফাভাবে নিজেদের বিজয়ী ঘোষণা করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন।

সমাবেশ শেষে নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad