May 24, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

ছয় লেনসহ বরিশালে উন্নয়নে কাজ করার আশ্বাস উপদেষ্টা সাখাওয়াতের

স্মার্ট সংবাদ ডেক্স :

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেন মহাসড়ক অনুমোদন হয়ে গেছে। আশা করি দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। এরপর ধাপে ধাপে কুয়াকাটা পর্যন্ত এ মহাসড়ক করা হবে।

আজ শনিবার (১০ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেছেন, এ অঞ্চলের মহাসড়ক সংকির্ণ থাকার কারণে এখন ভাঙার পর থেকে বরিশাল আসতে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। আমি বলেছিলাম, একসাথে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক করতে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেছে ধাপে ধাপে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক নির্মাণ করা হবে। আমি বরিশালের সন্তান, তাই বরিশালের উন্নয়নে সর্বোচ্চ কাজ করবো।

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বরিশাল স্টেডিয়াম প্রসঙ্গে বলেন, আমাদের লজ্জার বিষয় এ অঞ্চলে আন্তর্জাতিকমানের কোন স্টেডিয়াম নেই। বরিশাল স্টেডিয়ামের কার্যক্রম শামুকের গতিতে চলছে, দেখে মনে হয় সংস্কারে ১০ বছর সময় দরকার হবে।

বরিশাল স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত কাজ শেষ করে আগামী ডিসেম্বর মাসেই আঞ্চলিক খেলা দেখতে চাই। বিপিএলও হতে পারে।

তিনি আরও বলেন, লঞ্চ চলাচল না থাকায় কিছু এলাকায় লঞ্চ টার্মিনাল বন্ধ হয়ে গেছে। আমরা ড্রেজিং কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন রুট চালু করবো। এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে বরিশাল বিভাগের মনপুরা, লাহারহাটসহ বিভিন্ন জায়গায় ৭/৮টি লঞ্চ টার্মিনাল হবে। দক্ষিণবঙ্গে আর যাই হোক নৌ-চলাচল থাকবে।

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা নতুন নতুন রুট খুলতে চাই। একই সঙ্গে ঐতিহ্যবাহী স্টিমারও চলবে। চারটি নষ্ট স্টিমার মেরামত শেষে আগামী ৫/৭ মাসের মধ্যে দু-একটি যাত্রী সেবায় নামবে। এছাড়া মেহেন্দিগঞ্জের নদীভাঙন রোধে ৫০০ কোটি টাকার প্রজেক্ট আছে। এরমধ্যদিয়ে ওই এলাকার নদীভাঙনীদের দুর্ভোগ লাঘব হবে।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad