
স্মার্ট সংবাদ ডেক্স :
বরিশাল কিশোর মজলিস ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ভাষা সৈনিক একেএম আজহার উদ্দিনের ১১ তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (৮ মে)।
এ উপলক্ষে ভাষা সৈনিক একেএম আজহার উদ্দিন শিক্ষা ট্রাস্ট এবং পরিবারের উদ্যোগে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার মসজিদগুলোতে বাদ আছর দোয়া-মোনাজাত এবং শুক্রবার (৯ মে) দুপুরে নগরীর বিভিন্ন মাদরাসায় এতিম শিশু ও অসহায় মানুষদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
মরহুম বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন ভাষা সৈনিক আজহার উদ্দিনের মেঝ ছেলে আবিস্কারের প্রতিষ্ঠাতা আবু বকর ছিদ্দিক সোহেল।
সূত্রমতে, আজহার উদ্দিন ১৯৩৫ সালের ২২ ডিসেম্বর বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালে ৮ মে ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরন করেন।
নগরীর আছমত আলী খান ইনস্টিটিউট (একে স্কুল) দশম শ্রেণির ছাত্র এবং স্কুলের জেনারেল ক্যাপ্টেন ছিলেন একেএম আজাহার উদ্দিন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র হত্যার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি বরিশাল নগরীতে আজহার উদ্দিনের নেতৃত্বে প্রথম বিক্ষোভ মিছিল এবং অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
১৯৫৩ সালে আজাহার উদ্দিন বরিশাল কিশোর মজলিস ও পাঠাগার স্থাপন, পরবর্তীতে একই জায়গায় কিশোর মজলিস প্রাথমিক বিদ্যালয়, এ.আর.এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ। ভাষা সৈনিক একেএম আজাহার উদ্দিন ওই কলেজের প্রতিষ্ঠাতা ট্রেজারার ছিলেন।
More Stories
রুহুল আমিন হাওলাদারের জানাজা আজ বাদ যোহর
গৌরনদীতে ব্যাপক আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত
বরিশালে আওয়ামী লীগের দুই কর্মী গ্রেপ্তার