May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলা : চারজন আহত

স্মার্ট সংবাদ ডেক্স :

বরিশালে আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেটে হওয়া হামলায় চারজন নার্স আহত হয়েছেন।

আহতদের মধ্যে লিমা রায়, রুহুল আমিন ও পায়েল হালদারকে শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্দোলনরত ডিপ্লোমা নার্সদের অভিযোগ, বিএসসি নার্সরা তাদের ওপর এ হামলা চালিয়েছে।

সূত্রমতে, ডিপ্লোমা নার্সদের ডিগ্রি সমমান প্রদান এবং যোগ্যতাসম্পন্নদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে কমপ্লিট শাটডাউনে যায় তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নার্সিং ইনস্টিটিউটের গেট তালা দিয়ে কমপ্লিট শাটডাউন আন্দোলন করতে থাকেন ডিপ্লোমা নার্সরা।

বেলা এগারোটার দিকে কয়েকজন শিক্ষক এসে তাদেরকে তালা খুলে দিতে বলে। অন্যথায় ক্যাম্পাসে পুলিশ ডাকা হবে বলে হুমকি দেয়। এরপর আন্দোলনরতদের ওপর হামলা চালায় বিএসসি নার্সরা। পিটিয়ে আহত করা হয় চারজনকে।

একপর্যায়ে আন্দোলনরতরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

অপরদিকে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

বিষয়টি সম্পর্কে জানতে কলেজ প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দিতে রাজি হননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, তারা কলেজে প্রবেশ করতে চাইলে প্রথমে শিক্ষার্থীরা তাদের বাঁধা প্রদান করে। এসময় এক শিক্ষককে লাঞ্ছিত করা হয়।

কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে।

 

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad