May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

অবশেষে ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে উদ্ধার

স্মার্ট সংবাদ ডেক্স :

বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডের সকাল-সন্ধ্যা গ্রীল এন্ড বিরিয়ানি হাউজের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক খানের নিখোঁজ ছেলে ফিরদৌস খানকে (১৫) আজ শুক্রবার সকালে ঢাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এরপূর্বে মাদারীপুরের একটি মাদরাসা থেকে নিখোঁজ হয়েছিলো মাদরাসা ছাত্র ফিরদৌস খান।

অক্ষত অবস্থায় উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ফিরদৌস খানের বাবা আব্দুর রাজ্জাক খান বলেন, অপরিচিত এক লোক তাকে শুক্রবার সকালে ফোন করে জানায় নিখোঁজ ফিরদৌস ঢাকায় তার কাছে রয়েছে।

এ খবর পেয়ে ঢাকায় অবস্থানরত তার স্বজনদের তাৎক্ষনিক ওই লোকের কাছে পাঠিয়ে ফিরদৌসকে উদ্ধার করা হয়। তাকে (ফিরদৌস) নিয়ে স্বজনরা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। সে (ফিরদৌস) বাড়িতে আসার পর নিখোঁজের মূল কারণ জানা যাবে বলেও তিনি (রাজ্জাক খান) উল্লেখ করেন।

সন্তান অক্ষত অবস্থায় উদ্ধার হওয়ায় আব্দুর রাজ্জাক খান সকল শোভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এরপূর্বে মাদরাসা ছাত্র ফিরদৌসের নিখোঁজের একটি সংবাদ জনপ্রিয় অনলাইন পোর্টাল স্মার্ট সংবাদ এ বৃহস্পতিবার দিবাগত রাতে প্রচারিত হলে মুহুর্তের মধ্যে সর্বত্র হৈচৈ পরে যায়।

প্রশাসনের কর্তা ব্যক্তিরাও প্রকাশিত সংবাদে দেওয়া ফিরদৌসের বাবা আব্দুর রাজ্জাক খানের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করে উদ্ধার তৎপরতা শুরু করেন।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad