May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

ভাষা সৈনিকের জীবনীর ওপর রচনা প্রতিযোগিতা : পুরস্কার বিতরণ

স্মার্ট সংবাদ ডেক্স :

সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ও ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের স্মরণে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের আয়োজনে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে পুরস্কার বিতরণ করা হয়।

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের হলরুমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা।

বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজের সঞ্চলানায় বক্তব্য রাখেন শিক্ষক রাজারাম সাহা, আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আল আমিনসহ অন্যান্যরা।

প্রতিযোগিতায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে চারটি গ্রুপে বিজয়ী ১৭ জনকে পুরস্কার হিসেবে অতিথিরা ক্রেস্ট, সনদপত্র ও বই তুলে দিয়েছেন।

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad