
স্মার্ট সংবাদ ডেক্স:
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ মন জাটকা ও পাঙ্গাসের পোনা নিধনের চাটাই জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে মৎস্য অধিদপ্তর ও হিজলা কোস্ট গার্ডের সদস্যরা যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের নেতৃত্ব দেওয়া হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি চাটাই পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
More Stories
রিফাত ফিরতে চায় তার মায়ের কাছে
বরিশালের হাট কাঁপাবে রাজা-বাদশা
তাবলিগ জামাতে গিয়ে বরিশালের স্কুল ছাত্রের মৃত্যু