May 25, 2025

স্মার্ট সংবাদ

স্মার্ট সংবাদ

গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা চাইলেন ইউএনও

হাসান মাহমুদ >

সাতক্ষীরার তালা উপজেলায় যখন তথ্য চাওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক পেশাজীবী সংবাদকর্মীকে কারাদন্ড দেওয়া হয়েছে, ঠিক সেই সময় জেলার গৌরনদী উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার সার্বিক উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।

সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদান করা রিফাত আরা মৌরি বলেন, প্রশাসন ও গণমাধ্যম কর্মীরা একে অপরের পরিপূরক। সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য তৃণমূল পর্যায়ের প্রতিটি এলাকা পরিদর্শন করেন।

যেকারণে তাদের চোখে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়টি সবচেয়ে বেশি ধরা পরে। সেইসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলে দ্রুত সকল সমস্যার সমাধান করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

জেলার গৌরনদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, মো. হানিফ সরদার, এসএম জুলফিকার, এম আলম, উত্তম দাস।

সাংবাদিক মণীষ চন্দ্র বিশ্বাস, সৈয়দ নকিবুল হক, বদরুজ্জামান খান সবুজ, এইচএম খায়রুল ইসলাম, আমিন মোল্লা, পলাশ তালুকদার, মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, জামিল মাহমুদ, হাসান মাহমুদ, মোশারফ হোসেন, শামীম মীর, মোহাম্মদ আলী বাবু, কেএম সোহেব জুয়েল,  বিএম বেলাল, আনিসুর রহমান, আবু সাঈদ খন্দকার, এএস মামুন, রাজিব খান, মো. নাসির উদ্দিন, ইয়াদুল ইসলাম প্রমুখ।

সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

‍SmartSangbad Copyright © All rights reserved. | This Site Developed by Arifin Riad