
স্মার্ট সংবাদ ডেক্স :
২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে বুধবার দুপুরে আদালতে মামলা দায়ের করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
বরিশাল সিনিয়র সহকারী জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়। আদালতের বিচারক হাসিবুল হাসান মামলাটি পরবর্তীতে আদেশের জন্য রেখেছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, মামলায় সুষ্ঠু নির্বাচন না হওয়ায় নির্বাচনের ফলাফল বাতিল করে ইকবাল হোসেন তাপসকে মেয়র ঘোষণার দাবি জানানো হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে অনুষ্ঠিত বিসিসি নির্বাচনও সুষ্ঠু হয়নি। ওই নির্বাচনে তাপসের নিশ্চিত জয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। তাই ২০২৩ সালের বিসিসি নির্বাচন সুষ্ঠু না হওয়ার শংকার কথা তৎকালীন প্রধান নির্বাচন কমিশনসহ বিভিন্ন ব্যক্তিদের কাছে জানিয়েছিলেন প্রার্থী তাপস। তারপরেও তৎকালীন ডিজিএফআই এবং এনএসআই সদস্যরা নৌকা মার্কার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে প্রত্যক্ষভাবে কাজ করেছে।
পাশাপাশি ইভিএম মেশিনের মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করে নৌকার প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। নির্বাচনের আগে থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বহিরাগতদের এনে বিভিন্ন হোটেলে রাখা হয়েছিল। নির্বাচনের ভোটেরদিন পর্যন্ত তাপসকে বিভিন্ন ভয় দেখানো হয়। পোলিং এজেন্টেদের কেন্দ্র থেকে বের করে দেয়াসহ প্রার্থী তাপস সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হন।
তখন একজন বহিরাগতকে ধরে আইন শৃংখলা বাহিনীর হাতে দেয়া হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ৫০টি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির হার শতকরা ২০ থেকে ২৫ ভাগ লক্ষ্য করা গেলেও ফলাফলে মাত্রাতিরিক্ত ভোটগ্রহণ দেখানো হয়েছে।
এছাড়া তাপসকে যে ভোট দেখানো হয়েছে তা তাপসের জনসমর্থনের চেয়ে কম। বিষয়গুলো তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের জানালেও কোন সমাধান হয়নি। ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারলে তিনি (তাপস) বিজয়ী হতেন।
তাই মামলার এজাহারে ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করে ইকবাল হোসেন তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করার জন্য দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, এরপূর্বে গত ১৭ এপ্রিল একই ট্রাইব্যুনালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী ও দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র হিসেবে ঘোষণার দাবিতে একটি মামলা দায়ের করা হয়।
মামলার পর গত কয়েকদিন থেকে একই দাবিতে নগরীতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে।
More Stories
আগৈলঝাড়া ইউএনও অফিসে মালি’র ছায়া শাসন!
রুহুল আমিন হাওলাদারের জানাজা আজ বাদ যোহর
গৌরনদীতে ব্যাপক আয়োজনে কালী পূজা অনুষ্ঠিত